টঙ্গীতে কারিতাসের উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবসে র্যালী ও আলোচনা

0
157
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : কারিতাস উদ্যম প্রকল্পের টঙ্গী অফিসের উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস ২০২২খ্রি: উপলক্ষে র্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ”টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মরকুন মধ্যপাড়া ও পাগার সেন্ট আন্তনী’স হাইস্কুল গ্রাঙ্গনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সামাজিক দলে সদস্য, ক্লাষ্টার ফোরামের সদস্য, প্রতিভা মাল্টিমিডিয়া স্কুলে প্রধান শিক্ষক ও সেন্ট আন্তনী’স হাইস্কুলের প্রিন্সিপাল বিন্ধু মারীয়া কস্তা সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দসহ এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
বিন্ধু মারীয়া কস্তা- প্রধান শিক্ষিকা সেন্ট আন্তনীস হাই স্কুল তার বক্তব্যে বলেন, আজ সাড়া বিশে^ আন্তজার্তিক নারী দিবস ২০২২ উযাপন করা হচ্ছে। নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিশে^র বিভিন্ন দেশ নারী দিবস পালন করে আসছে তারই ধারা বাহিকতায় ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ ঘোষিত দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করছে। দেশের উন্নয়নে নারী-পুরুষ সকলের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিৎ। নারীকে ছোট করে দেখা সঠিক নয়, আজ আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই দেখতে পাই বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দার করিয়েছেন। দেশের উন্নযনকে টেকসই করতে হলে নারী- পুরুষ নিবিশেষে সকলকে সহযাত্রী হিসাবে কাজ করার আহবান জানান। শিক্ষা, সমাজ, অর্থ-নৈতিক অর্থাৎ সকল ক্ষেত্রে সরকারে উদ্যোগে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে নারীর উন্নয়ন আজ স্পষ্টভাবে দৃশ্যমান।
প্রতিভা মাল্টিমিডিয়া প্রধান শিক্ষক জনাব হেলাল তার বক্তব্য বলেন, আজ নারীরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারীরা ব্যবসা-বানিজ্য, রাজনীতি, অথনৈতিক, বিচার বিভাগ, আইন বিভাগ, এবং আইন-শৃঙ্গলা বাহিনী শান্তি রক্ষা মিশন সহ সবক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। তারধারাবাহিকতায় দেশের উন্নয়ন ধারাকে টেকসই করার লক্ষে তৃণমূল পযায়ের থেকে নারীদের শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে সবাধিক গুরুত্ব দিচ্ছে। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহন সুযোগ রয়েছে এটি রাষ্ট্র এ অধিকার দিয়েছেন নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে। একটি সুখী সমৃদ্ধশীন সমাজ গড়তে, বিশ^ শান্তি ও গণতান্ত্রিক বিশ^ গড়তে নারী ও পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে আমরা আগামীর প্রত্যয় আরো বেগবান হবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here