
মৃণাল চৌধুরী সৈকত: পূর্ব বিরোধের জের ধরে টঙ্গী বাজারস্থ মাতবর বাড়ি এলাকায় গত শুক্রবার রাতে সন্ত্রাসীদের ছুঁরিকাঘাতে প্রিন্স মাহমুদ নাহিদ (২৬) নামের এক ছাত্রলীগ কর্মীকে হত্যাকান্ডের পর ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। শনিবার রাতে নিহতের বড় ভাই জুয়েল মাহমুদ পারভেজ বাদী হয়ে ১১ জনকে আসামী করে একটি হত্যা মামলা রজু করেছেন। তবে ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের নাম বাদ পড়ায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রিন্স মাহমুদ নাহিদ নারী কেলেংকারীসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলো এটা যেমন সত্য ঠিক তেমনি ঘটনার দিন বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে সে তার প্রতিপক্ষ আমিনূল ইসলাম আকাশকে মারধর করে প্রাণনাশের হুমকি দিলে আকাশ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার বিষয়টি জানতে পেরে নাহিদের নেতৃত্বে এলাকার চিহ্নিত একদল সন্ত্রাসী আকাশের বাসার সামনে এসে আকাশকে গালাগালের একপর্যায়ে আকাশ তার বন্ধু জসিম, রাফি, ইমন, আশিক, রিফাত, সাইদুল, শাহজালাল, মোস্তফা, মুন্না ও মামুনের নেতৃত্বে নাহিদের উপর হামলা চালায় এবং তাকেসহ শফিককে ছোঁরাকাঘাত করে আহত করে। পরে তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেলারেল হাসপতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে তার স্বজনরা টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেলারেল হাসপতাল থেকে নাহিদ ও শফিককে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। আহত সফিক কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী আরো জানান, ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের অনেকের নাম মামলায় আসেনি। রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে আর সহযোগীরা এজাহার নামীয় অভিযুক্ত হয়েছে। আমরা চাই ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীরা গ্রেফতার হোক। পুলিশ সুষ্ট ও নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত অীভযুক্তদের নাম বেরিয়ে আসবে।
নাহিদ টঙ্গী থানা ছাত্রলীগের সাথে জড়িত ছিলো। সে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলো। তবে এলাকাবাসীর তথ্যমতে নাহিদ বখাটে টাইপের ছেলে ছিলো। সে টঙ্গী পুর্ব থানার বনমালা এলাকার জহুরুল ইসলামের ছেলে। সে উত্তরার মমতাজ উদ্দিন বিজনেস এন্ড ডিপ্লোমা ইন্সটিটিউটে ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ছিল।
নাহিদের এক বন্ধু (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, নাহিদ উত্তরার আব্দুল্লাহপুরের একটি কলেজে লেখাপড়ার পাশাপাশি ’স’ মিলের ব্যবসায় জড়িত ছিলেন। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল। মুন্না নামের এক কিশোরকে আহত করার সঙ্গেও নাহিদ ও তার বন্ধুরা জড়িত ছিলো।
নিহত নাহিদের বড় ভাই জুয়েল মাহমুদ পারভেজ বলেন, নাহিদ টঙ্গী ভরান এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলো। সেখানে পূর্ব শত্রুতার জেরে নাহিদকে উপরোক্ত সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনাস্থল ও নাহিদের বন্ধুদের কাছ থেকে থেকে তথ্য উপাত্ত্য সংগ্রহ করে নাহিদের দলীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ ও পরিবারের লোকজনের পরামর্শ ক্রমে আমি ১১ জন এজাহার নামীয়সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করেছি। পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে শাস্তির আওতায় নিয়ে আসবেন। আমি এ হত্যাকান্ডের সুষ্ট তদন্ত পূর্বক দোষীদের বিচার দাবী করছি।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, এলাকার রাফি, আশিক ও মামুনের সঙ্গে নাহিদের পূর্ব শত্রুতা ছিল। এর জেরেই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের আটকের জন্য অভিযান চলছে। ১১ জনকে আসামী করে মামলঅ রজু হয়েছে। তদন্ত চলছে। তদন্তের পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
