অগ্রণী ব্যাংক’র শাখা প্রধান হওয়ায় একেএম ফজলুল হককে অভিনন্দন

0
150
728×90 Banner

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখা প্রধান হিসেবে পদোন্নতি পাওয়ায় একেএম ফজলুল হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ভিপি আব্দুল আজিজ। গতকাল তিনি একেএম ফজলুল হক’র কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সোমবার (১৬ নভেম্বর) অগ্রণী ব্যাংক আমিন কোর্ট কর্পোরেট শাখা প্রধান হিসেবে যোগদান করেছেন একেএম ফজলুল হক। জেনারেল ম্যানেজার (জিএম) পদোন্নতি পেয়ে তিনি সেখানে যোগদান করেন। এর আগে প্রায় তিন বছর ধরে তিনি রমনা কর্পোরেট শাখা প্রধান (ডিজিএম) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে অত্যন্ত সৎ, দক্ষ ও কর্মঠ অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে ফজলুল হকের বিশেষ খ্যাতি রয়েছে। তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে। কর্মজীবনে সুনামের সাথে তিনি রমনা কর্পোরেট শাখা ছাড়াও সদরঘাট কর্পোরেট ও গ্রীন রোড কর্পোরেট শাখা প্রধানের দায়িত্ব পালন করে আসছেন।
ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষে ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেছিলেন পাবনার ছেলে একেএম ফজলুল হক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here