
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
আমরা শিশু আমরা কিশোর
ইশকুলেতে যাব,
লেখাপড়া শিখে মোরা
অনেক বড় হব।
দেশ ও জাতির উন্নয়নে
সু-শিক্ষাই মূল,
নকল থেকে থাকব দূরে
ফুটাবো সব ফুল।
লক্ষ্য মোদের সত্য সুন্দর
চলব সঠিক পথে,
সকল আঁধার মুছে দেব
অরুপ আলোর রথে।
শিক্ষা গুরুর আদেশ নিষেধ
চলব সদা মেনে,
মানুষ গড়ার কারিগরদের
রাখব আপন জেনে।
পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(কবি, প্রাবন্ধিক, সংগঠক ও সমাজসেবক)
চেয়ারম্যানম, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
