ইউ‌ক্রেন থে‌কে উদ্ধার হওয়া ২৮ না‌বিক রোমা‌নিয়ায় পৌঁছেছেন

0
77
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধির’ ২৮ নাবিক রোমানিয়ায় পৌঁছেছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শ‌নিবার (৫ মার্চ) রাজধানীর প্রেস ক্লাবে সিলেট রত্ন ফাউন্ডেশনের সা‌বেক চেয়ারম্যান সি এম তোফায়েল সামীর স্মরণে এক সভা শে‌ষে সাংবা‌দিক‌দের এ তথ‌্য জানান তি‌নি।
ড. মো‌মেন ব‌লেন, উদ্ধারকৃত ২৮ জন নাবিককে আমরা রোমা‌নিয়ায় নি‌য়ে এসে‌ছি। এখন রোমানিয়ায় অবস্থান করছেন। শিগগিরই তারা দেশে ফেরত আসবেন।
২৮ না‌বি‌কের স‌ঙ্গে নিহত না‌বি‌কের লাশ দে‌শে ফেরত আনা হ‌বে কি না জান‌তে চাই‌লে মো‌মেন ব‌লেন, এটা আমি বল‌তে পারব না।
বাংলা‌দে‌শি জাহাজের ক্ষতির প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে রকেট হামলার কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধির’ জীবিত ২৮ নাবিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা করেছে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে ওই জাহাজটি। বুধবার (২ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটি রুশ হামলার শিকার হয়। এ হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৩৩) নিহত হন। তিনি বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here