উত্তরায় দু’টি হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান : ১০ লক্ষ টাকা জরিমানা

0
190
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের শিন-শিন জাপান হাসপাতাল ও লেক ভিউ স্পেশালাইজড নামক দুটি হাসপাতালে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও পাঠান মো: সাইদুজ্জামান এর নেতৃত্বে ক্রাইম বিভাগের সমন্বয়ে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার ডিএমপির জনসংযোগ ও গনমাধ্যশ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শিন-শিন জাপান হাসপাতালের ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, ক্রয়-বিক্রয়, ঔষধের লেভেলে মূল্য না থাকা ও নোংরা পরিবেশের কারনে এই প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয় ।
উত্তরা ১১ নম্বর সেক্টরে অপর এক ভ্রাম্যমান আদালতের অভিযানে লেক ভিউ স্পেশালাইজড হাসপাতালের রেজিস্ট্রেশন এর মেয়াদ শেষ হওয়ায় এবং অনুমোদন না থাকা সত্ত্বেও আইসিইউ ব্যবহার করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ জরিমানা করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিঞ্জপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here