উত্তরায় শতাধিক অসহায়কে কম্বল দিলেন কাউন্সিলর ডি, এম শামীম

0
68
728×90 Banner

মনির হোসেন জীবন: রাজধানী ঢাকাসহ সারা দেশজুড়ে জেঁকে বসেছে কনকনে শীত। সেই সাথে শীতের বৈরী আবহাওয়া বয়েই চলেছে। কনকনে শীতের কারণে খেটে খাওয়া মানুষের কষ্টের যেনো শেষ নেই। সে কারণে শীতের কিছুটা লাগাম টানতে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ডি এম শামীম এর নেতৃত্বে সমাজের গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে রাতের আধারে একদল স্বেচ্ছাসেবীকে সাথে নিয়ে নিজ ওয়ার্ডে প্রতিটি অলিতে-গলিতে গিয়ে “শতাধিক” শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।
“শীতের সম্বল শেষ সম্বল” কম্বল পেয়ে ৫০ নং ওয়ার্ডের বাসিন্দা কুলসুম বেগম এ প্রতিবেদককে বলেন, আমাগো কাউন্সিলর ডি, এম শামীম আমাগো লাইগা কম্বল নিয়ে আইছে তারে আল্লাহ বাঁচায়া রাখুক।
কাউন্সিলর কাউন্সিলর ডি, এম শামীম বলেন, কনকনে শীতের এই বৈরী আবহাওয়ার মধ্যে একদল স্বেচ্ছাসেবী কর্মীদের সাথে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কিছুটা মানুষের শীত লাগাম টানার চেষ্টা করছি।
এটাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ কোন শীতার্ত মানুষ যেন শীতে কষ্ট না করে।
আমাদের সমাজের যারা বিত্তশালী আছেন তাদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, বিত্তশালীরা যেন সমাজের অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ান। এতে কিছুটা হলেও মানুষের এই দুর্ভোগ লাগব হবে। যতদিন এই শীত থাকবে, ততদিন শীতার্ত মানুষের পাশে আমি থাকবো। ইনশাআল্লাহ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here