উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ শুক্রবার

0
30
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। নতুন করে যুক্ত হবেন পাঁচ উপদেষ্টা। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার নতুন করে আরও ৫ জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তাদের নামপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, শুক্রবার বঙ্গভবনে বিকেল ৪টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথ পড়াবেন।
গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ জন উপদেষ্টা শপথ নেন।এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here