এমজেসিবি’র উদ্যোগে কালাম -করিম- ফিরোজের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত

0
142
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): আজ বাড্ডায় মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের আয়োজনে সংগঠনের উপদেষ্টা আবুল কালাম,সদস্য রেজাউল করিম ও সদস্য মনির উদ্দিন ফিরোজের মৃত্যুতে মরহুমদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার ডাকের সিনিয়র সাব-এডিটর বাদল চৌধুরী মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, আমাদের সংগঠনের তিনজন প্রতিভাবান ভদ্র ও ভালো মনের মানুষ পরপারে চলে গেছেন। এতে সংগঠনের তথা সাংবাদিক অঙ্গনে শূন্যতা অনুভব করছি, এই শূন্যতা পূরণ হবার নয় ।
এ সময় অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির রাহাত হুসাইন ভূঁইয়া, আনিসুল ইসলাম পলাশ , রিপন হাওলাদার , এডভোকেট নূর হোসেন সহ দারুল ফুলুন ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক, ছাত্রবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি । দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি সাইদুর রহমান। উল্লেখ্য আবুল কালাম আজাদ ২৩ আগস্ট মৃত্যুবরণ করেন | তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও প্রায় তিন যুগের মতো দৈনিক ইত্তেফাকে চাকুরী করেন । পরবর্তীতে তিনি মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা এবং দৈনিক বাংলার ডাকে কর্মরত ছিলেন। রেজাউল করিম ১১ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন যুগ্ন- সম্পাদকের দায়িত্ব পালন করেন ও দৈনিক বাংলার ডাকে কর্মরত ছিলেন। মনির উদ্দিন ফিরোজ অপু ৪ অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য ও ডেইলি সান পত্রিকায় কর্মরত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here