করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩২ কোটি ডলার ঋণ সহায়তা দেবে জাপান

0
166
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশকে ৩২ কোটি ডলার ঋণ সহায়তা দেবে জাপান। বুধবার এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ ক্রাইসিস রেসপন্স ইমার্জেন্সি সাপোর্ট লোন’ এর আওতায় এই ঋণ সহায়তা দেবে জাপান।
এজন্য বিনিময় নোট ও ঋণ চুক্তিতে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাইকা’র প্রতিনিধি ইউহো হায়াকাওয়া সই করেন।
করোনাভাইরাস মহামারির কারণে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা উত্তরণে বাংলাদেশ সরকারের আর্থিক প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নে এ ঋণের টাকা ব্যয় হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঋণের বার্ষিক সুদের হার হবে দশমিক ০১ শতাংশ এবং চার বছর অতিরিক্ত সময়সহ ১৫ বছরে ঋণের অর্থ পরিশোধ করা যাবে।
এটি করোনা সংকটে বাংলাদেশকে দেওয়া জাপান সরকারের প্রথম সহযোগিতা বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here