করোনায় আক্রান্ত মৃতদের দাফন-কাফন কার্যে গাউসিয়া কমিটিকে ৫০টি পিপিই প্রদান

0
150
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে মহামারী করোনা ভাইরাসে মৃতদের দাফন-কাফন ও জানাযার জন্য ৪ এপ্রিল শনিবার দুপুরে ৫০টি পিপিই প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। পিপিই গ্রহণকালে গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এড মোছাহেব উদ্দিন বখতিয়ার ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সর্বান্তকরণে মানুষের সেবা করার চেষ্টা করছি। এভাবে যদি সবাই এগিয়ে আসে সাধারণ মানুষের মধ্যে সাহসের সঞ্চার হবে। পিপিই প্রদানকালে আলহাজ¦ মুহাম্মদ নঈমুল ইসলাম যেকোন প্রয়োজনে গাউসিয়া কমিটি বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের সমাজে সাধারণ মানুষের মনে একটা ভয় কাজ করছে যে, করোনায় সনাক্ত হলে তাঁর দাফন-কাফন ও জানাযা হবেনা। তাই করোনার সকল নিদর্শন পাওয়া গেলেও তারা ডাক্তারের শরণাপন্ন হচ্ছেনা। এমতাবস্থায় করোনা ভাইরাসে রোগী আরো বৃদ্ধি হওয়ার সম্ভবনাও বেশি। তাই তাদের চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে একটা খবর তাদের নিকট অবশ্যই পৌছাতে হবে যে, করোনায় তাদের মৃত্যু হলেও তাদের দাফন-কাফন ও জানাযা অবশ্যই হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, হিজরী নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম প্রকাশনা সচিব মুহাম্মদ মিজানুর রহমান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here