করোনায় পোশাক কারখানা খোলা নিয়ে বিতর্ক ও বাস্তবতা

0
195
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বৈশ্বিক করোনাভাইরাস সংকটের আঁচ লেগেছে বাংলাদেশেও। করোনার প্রাদুর্ভাব রুখতে বন্ধ করে দেয়া হয়েছে শিল্প কারখানা, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠান। সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার। তবে লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা খোলার অনুমতি দিয়েছে সরকার। দেশের অর্থনীতি রপ্তানি নির্ভরশীল হওয়ায় পোশাক কারখানা খোলা ছাড়া বিকল্প কোন পথ ছিল না সরকারের হাতে।
অথচ পোশাক কারখানা খোলার অনুমতি দেয়ায় সরকারকে কতো না দুয়ো শুনতে হয়েছে। অনেকেই না বুঝে পোশাক কারখানা খুলে দেয়া সরকারের কঠোর সমালোচনা করেছেন। কিন্তু বাস্তবতা হলে, বাংলাদেশের অর্থনীতি ও জনগণের জীবনযাপনকে সচল করতে হলে উৎপাদনে সক্রিয় থাকতে হবে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা খোলা ছাড়া দ্বিতীয় কোন পথ নেই বাংলাদেশের। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রপ্তানি আয়। এ আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্প। কিন্তু এ খাতও করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে পড়েছে। করোনার কারণে কমেছে দেশের রপ্তানি আয়।
তথ্য সূত্র বলছে, গত বছরের এপ্রিল মাসে রপ্তানি হয়েছিল ২৪২ কোটি ডলারের পোশাক। আর চলতি বছরের এপ্রিলে তা নেমে এসেছে ৩৬ কোটি ৬০ লাখ ডলারে। অর্থাৎ রপ্তানি কমে গেছে প্রায় ৮৫ শতাংশ, যা দেশের সার্বিক অর্থনীতির জন্যই এক ভয়াল অশনিসংকেত। এ কারণেই পোশাক কারখানা খোলা রাখার এমন সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে। পরিস্থিতি যত কঠিনই হোক, তা মোকাবিলা করেই এ খাতকে বাঁচাতে হবে তথা দেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা রাখতেই সরকারকে এমন দূরদর্শী সিদ্ধান্ত নিতে হয়েছে।
করোনায় কারখানা খোলা রেখে উৎপাদন অব্যাহত রাখা ও অর্থনীতিকে সচল রাখার বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর এক সহ-সভাপতি পরিচয় গোপন রাখার শর্তে বলেন, করোনার কারণে ক্রেতারা অনেক ক্রয়াদেশ বাতিল করেছে। পোশাক কারখানাও বন্ধ ছিল মাসখানেক। তৈরি পোশাক রপ্তানি ব্যাপক হারে কমে গেছে এ কারণে। তার পরও গত এপ্রিল মাসে ২২৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। তবে সেটি গত বছরের মার্চের চেয়ে ২০ শতাংশ কম।
তিনি আরো বলেন, এ অবস্থার মধ্যে আবার পোশাক খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কারখানায় পুরোদমে চলছে কাজ। শ্রমিকরা যথাসম্ভব স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনে কাজ করছেন। অন্যদিকে কারখানা মালিকরা প্রতিনিয়ত ক্রেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারখানা বন্ধের আগে যেসব অর্ডার ছিল সেগুলো প্রস্তুত করছে। পাশাপাশি এসব পোশাক নেওয়ার জন্য ক্রেতাদের অনুরোধ করা হচ্ছে। সরকারের উচ্চপর্যায় থেকেও ওই সব দেশের সরকারপ্রধানদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, যাতে তারা অর্ডার অনুযায়ী পোশাকগুলো নিয়ে নেয়।
অর্থনীতি বাঁচাতে করোনায় কারখানা খোলার বিকল্প কোনো পথ নেই। লাগাতর কারখানা বন্ধ থাকলে শিল্প কারখানা ধ্বংস হয়ে যাবে। আন্তর্জাতিক বাজার হারানোর আশঙ্কা রয়েছে। অবশ্য এই প্রতিযোগিতায় টিকে থাকলে বাংলাদেশের জন্য নতুন নতুন বাজার সৃষ্টি হবে। তাই দেশের সার্বিক বিকাশে শর্তে পোশাক কারখানা খুলে দেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই আমরা। সকলে মিলেই করোনার বিরুদ্ধে লড়ব আমরা। সেজন্য আগে দেশের অর্থনীতিকে মজবুত করতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here