

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি রেল স্টেশনে রাজশাহী হতে ঢাকা গামী বনলতা এক্সপ্রেস এর ধাক্কায় বৃহস্পতিবার দুপুরে অঞ্জাতনামা(১৪) এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন ।
স্থানীয়রা রেলওয়ে পুলিশ জানায়, দুপুর ১২ টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকা গামী লোকাল ট্রেন- ৯৯ বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনের প্লাটর্ফমে দাড়ায়। এ সময় রাজশাহী হতে ঢাকা গামী বনলতা এক্সপ্রেস ক্রসিংএর সময় ঐ মাদ্রাসা শিক্ষার্থী লোকাল ট্রেন থেকে নামার সময় বনলতা এক্সপ্রেস সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । পরে খবর পেয়ে গাজীপুর রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় । এসময় তার পড়নে ছিলো সাদা পায়জামা পাঞ্জাবী। তার পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ছেলেটি স্টেশনে দাড়ানো লোকাল ট্রেন থেকে নামার সময় ঢাকা গামী চলন্ত বনলতা এক্সপ্রেস সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যুহয় । লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে ।
