
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জের নতুন ইউএনও মো. শিবলী সাদিক বুধবার তার নতুন কর্মস্থল কালীগঞ্জে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক আদেশে ৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ইউএনও হিসেবে গাজীপুর ডিসি কার্যালয়ে যোগদান করেন।
বিসিএস ৩১ব্যাচের ওই কর্মকর্তা ২৬ ফেব্রুয়ারী ২০১৭ থেকে ঢাকার মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা।
৩০ জানুয়ারী উপসচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সহকারী কমিশনার (ভূমি) শিবলী সাদিককে ইউএনও হিসেবে পরবর্তী পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা।
