
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ওয়ারেন্ট মাথায় নিয়ে মাদক ব্যবসা। কিন্তু রেহাই পাননি তিনি। ধরা পড়েছেন পুলিশের হাতে। এখন তিনি কারাগারে।
কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) আকবর আলী খান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ মফিজুর রহমান বৃহস্পতিবার রাত ১১.৩০টায় কাশিমপুর বারেন্ডা পশ্চিমপাড়া এলাকার ইদ্রিস দেওয়ানের হাফ টিনসেড বিল্ডিংয়ের পিছনে ফাঁকা জায়গা থেকে দীর্ঘদিন যাবৎ পলাতক ২টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে ৮০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
বারেন্ডা এলাকার মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩০) গাজীপুর মহানগর কাশিমপুর থানা এলাকার বারেন্ডা পশ্চিমপাড়া গ্রামের খলিলুর রহমান ড্রাইভার এর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ কাশিমপুর নয়াপাড়া, বারেন্ডা, হাতিমারা, এনায়েতপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। মাদক ব্যবসায়ী সাইফুলকে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
