খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারী নিহত

0
213
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর খিলক্ষেত থানার বনরূপা রেলগেট এলাকায় রেললাইনে কাজ করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন। নিহতের নাম মো: আমিন ব্যাপারী (৩৫)। তিনি ঢাকা রেলওয়ের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর খিলক্ষেত বনরুপা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির (এএসআই) মহিউদ্দিন আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খিলক্ষেত থানার দি মেরিডিয়ান হোটেলের পূর্ব পাশে বনরূপা রেলগেট এলাকায় রেললাইনে পাথর মেরামতের কাজ করছিল আমিন বেপারী। এসময় ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস টেনের নিচে হঠাৎ করে পড়ে রেলওয়ের (ওয়েম্যান) আমিন বেপারী ঘটনাস্থলে কাটা পড়ে মারা যান। পরে খবর পেয়ে বিমানবন্দর জিআরপি পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন।
এএসআই মহিউদ্দিন আরও জানান, নিহত আমিন বেপারী ঢাকা রেলওয়ে কলোনী কমলাপুর। ১০/বি, শাহজাহানপুর বসবাস করে আসছিল। তার পিতার নাম সৈয়দ আলী বেপারী। থানা শিবচড় জেলা-মাদারীপুর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর নিহতের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃতু্ মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here