
মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মাদক মামলায় বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত বন্দী এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত হয়। নিহত হাবিবুর রহমান (৩৯) ময়মনসিংহের গৌরীপুর থানার শিবলা মানিহারকান্তা এলাকার মোঃ রহম আলীর ছেলে । সে মোবাইল কোর্টের সাজায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ছিল। গত ৩০ জানুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রীতেশ চাকমা জানান, দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে হাবিবুর রহমান। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ফের কারাগারে আনা হয়। এক পর্যায়ে সন্ধ্যায় তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়ে। পরে আবারো তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ৯টার দিকে হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার কয়েদী নং-৯৫৩৫/এ ছিল।
