গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পূজামন্ডপ পরিদর্শন

0
84
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন সোমবার (০৩ অক্টোবর ২০২২) সন্ধ্যায় সদর থানার শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দির, শিববাড়ী ও শ্রী শ্রী কৃপাময়ী কালিমন্দির পূজামন্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)।
পূজামন্ডপ পরিদর্শনকালে পুলিশ কমিশনার বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে নগরীতে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। ধর্ম যার যার উৎসব সবার। দুর্গাপূজা চলাকালীন সময়ে কোন ব্যক্তি বা গোষ্ঠী নাশকতার চেষ্টা করলে ছাড় নেই। ষড়যন্ত্রকারীদের যে কোন ধরণের অপশক্তি রোধে পুলিশ প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্ভয়ে, নির্বিঘ্নে ও নিঃসংকোচে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের আহবান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here