গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৪ থানা অফিসার ইনচার্জ ওসি বদলি

0
164
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। আরো এক থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জিএমপির কমিশনার মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক আদেশে ওই রদবদল করা হয়।
জিএমপির সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাসন থানার ওসি আবু সিদ্দিককে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ্ আলমকে গাছা থানায় বদলি করা হয়েছে।
গাছা থানার ওসি মো. ইব্রাহীমকে বদলি করা হয়েছে বাসন থানায়। টঙ্গী পশ্চিম থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেনকে।
পূবাইল থানার ওসি মো. শফিকুল ইসলামকে গোয়েন্দা (উত্তর) বিভাগে পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে নিয়োগ পেয়েছেন গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here