

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ সাইদুল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোগড়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ব্যান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম কুমিল্লা জেলার তিতাস থানার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকার মোঃ বাবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় ১৬ কেজি গাঁজাসহ মাদকদ্রব বহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১লক্ষ ৬০ হাজার টাকা।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত গাঁজা সমূহ পলাতক আসামী আলী হোসেন (৩৫), পিতা-অজ্ঞাত, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লার নিকট হতে স্বল্পমূল্যে ক্রয় করে ঢাকা জেলার ধামরাই থানা এলাকায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের নিকট অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্য কাভার্ড ভ্যানে বহন করতেছিল।
ধৃত আসামীসহ পলাতক আসামীর বিরুদ্ধে বাসন থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযানটি মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এবং অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো: ফজলুল করিম পিপিএম এর নেতৃত্বে পরিচালিত হয়েছে।
