

অলিদুর রহমান অলি: টঙ্গীতে স্ত্রী কর্তৃক স্বামী খুন। টঙ্গীর পূর্ব আরিচপুর কাজী নজরুল ইসলাম রোড রফিকুল ইসলামের বাড়ি হতে ফয়সাল আলম খান নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। স্ত্রী মোরশেদা বেগম আটক।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ বছরের দাম্পত্য জীবন ফয়সল আলম ও মোরশেদা বেগম এর। রং মিস্ত্রির কাজ করেন ফয়সাল। পারিবারিক কলহের জের ধরে সোমবার দুপুরে নিজ বাসায় শিলপাটা দিয়ে মাথার মধ্যে আঘাত করে মোরশেদা বেগম। সাথে সাথেই মারা যায় ফয়সল আলম। ঘটনাস্থল থেকে মোরশেদা বেগম থানায় অভিযোগ করে স্বামীর বিরুদ্ধে। টঙ্গী পূর্ব থানার তদন্ত ওসি দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে ফয়সাল আলমের মৃত্যু নিশ্চিত করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি জাভেদ মাসুদ জানান, মামলা প্রক্রিয়াধীন। আসামি মোরশেদা বেগম আটক। নিহত ফয়সাল আলম খান জকিগঞ্জ সিলেট এর নিবাসী ছিলেন।
