গাজীপুরে ব্র্যাকের উদ্যোগে সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত

0
82
728×90 Banner

মোঃ আতিকুল্লাহ স্বাধীন: কালীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিমা আফ্রাদ মহোদয়ের সভাপতিত্বে নির্যাতনের শিকার ভুক্ত ভোগীদের শারীরিক, মনোসামাজিক ও আইনি সহায়তা বিষয়ক শেয়ারিং সভা ২৩ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হয়। সরকারী বেসরকারী ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঠিকানা, মোবাইল নম্বর সহায়তা প্রাপ্তির ওয়েব সাইট প্রচারনা বিষয়ক সার্ভিস ম্যাপিং বিষয়ক শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর ই জান্নাত,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ. এম. মঞ্জর ই এলাহী, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃশাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন সেক্টরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। উক্ত মিটিং এ আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রধান ও শিক্ষার্থী বৃন্দ এবং ব্র্যাকের অগ্নি প্রকল্পের গাজীপুর জেলার টেকনিক্যাল ম্যানেজার মো: হাবিবুর রহমান অগ্নি প্রকল্পের প্রজেক্ট অফিসার আরিফ রাব্বানী ও বিভিন্ন সেবা প্রদান কারী সংস্থার প্রতিনিধি বৃন্দ। উক্ত সার্ভিস ম্যাপিং বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন গাজীপুর টীমের টেকনিক্যাল ম্যানেজার মোঃহাবিবুর রহমান। অগ্নি প্রকল্পটি মুলত গাজীপুর জেলার স্থানীয় সরকার, জন প্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফরম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গনসচেতনতা তৈরি, রিপোর্টিং ও প্রতিকার,আইনসহায়তা এবং প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here