
ডেইলি গাজীপুর প্রতিবেদক:গাজীপুর শহরের সালনা এলাকায় ধর্ষণে এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে তার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, ছাত্রীর বাবা তাদের থানায় মামলা করার পর গত সোমবার রাতে সোহেল রানা (৪০) নামে এই শিক্ষককে তারা গ্রেফতার করেন। সোহেল সালনা ল্যাবরেটরি স্কুলের শিক্ষক। দক্ষিণ সালনা এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে তিনি। ওসি সমীর মামলার বরাতে বলেন, অষ্টম শ্রেণির ওই ছাত্রী তার এক স্কুলশিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যেত ওই স্কুলেরই একটি কক্ষে। প্রাইভেট পড়ানো শেষে শিক্ষক চলে গেলে তার আরেক শিক্ষক সোহেল রানা তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনা কাউকে বললে ছাত্রীসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দেন সোহেল। ফলে ভয়ে সে কাউকে কিছু জানায়নি। পরে অন্তঃসত্ত্বা হলে ঘটনা জানাজানি হয়। মামলার পর গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সালনা থেকে সোহেলকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি সমীর। তবে এ ঘটনা ষড়যন্ত্রমূলক বলে পরিবারের দাবির কথা জানিয়েছেন স্থানীয় কাউন্সিল তানভীর আহমেদ। তানভীর বলেন, সোহেলের ভাই মো. মামুন দাবি করেছেন, ‘ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, পূর্বশত্রুতা ও ষড়যন্ত্রমূলক’। ঘটনা যাচাই করতে প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছেন ওসি সমীর চন্দ্র। সোহেল রানা গাজীপুর মহানগরীর ১৯ নং ওয়ার্ডের সালনা ল্যাবরেটরী স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক তার স্কুলের ৮ম শ্রেনির ছাত্রীকে ধর্ষনের আভিযোগ করেছে শিক্ষার্থী।
শিক্ষার্থীর দাবি তাকে বাসায় পড়াতে যেয়ে ভয় ভিতি দেখিয়ে গত ৮মাস যাবত ধর্ষন করত।এখন সে ৮মাসের অন্তঃসত্ত্বা । ধর্ষিতা ছাত্রী প্রতারক শিক্ষক সোহেল রানার ফাসিঁর দাবি করেন।ধর্ষিতা ছাত্রি বলেন এই লম্পট শিক্ষক যেন আর কো ছাত্রী জীবন নষ্ট না করে এ বিষয়ে সরকারের সু দৃষ্টি কামনা করেন। এবিষয়ে গাজীপুর সদর থানায় জিডি নং মেট্রো ৩৫ তারিখ ২০-০৫-২০১৯।
