গোলাপগঞ্জে নৌকার প্রার্থীর শিশু পুত্রের প্রচারণায় ভোটারদের আকৃষ্ট করছে

0
114
728×90 Banner

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ৩০ জানুয়ারীর পৌর-নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জের সর্বত্র চলছে প্রচার প্রচারনা ও নির্বাচনী আমেজ। তবে পৌরসভার এ নির্বাচনে নৌকার প্রার্থী মোঃ রুহেল আহমদের পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে ভোটারদের চমকে দিয়েছেন তার শিশুপুত্র নাহিন আদনান পরশ।
গোলাপগঞ্জ সরকারি এমসি স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী রুহেল আহমদের শিশুপুত্র নাহিন আদনান পরশ বাবার পক্ষে নৌকায় ভোট দিতে সে ভোটারদের দ্বারে দ্বারে পিতার জন্য পৌর এলাকার পাড়া-মহল্লার সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। নৌকার প্রার্থীর শিশু পুত্রের এমন প্রচারণায় ভোটারদের আকৃষ্ট করছে।
উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৪৭ প্রার্থী পুরুষ কাউন্সিলর ও ৩টি ওয়ার্ডে ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৪ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here