
ডেইলি গাজীপুর বিনোদন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ২৮টি শাখায় প্রতিদ্ব›িদ্বতা করার জন্য দুই সাল (২০১৭-২০১৮) মিলিয়ে মোট ৭৪টি ছবি জমা পড়েছে। এরইমধ্যে ছবিগুলো দেখা শেষ করেছেন জুরি বোর্ডের সদস্যরা। এবার ২০১৮ সালের জুরি বোর্ডে সদস্য হিসেবে আছেন চিত্রনায়িকা রোজিনা। তিনি বলেন, এরইমধ্যে জমা পড়া সব ছবি দেখা শেষ করেছি। আগামি সপ্তাহে সব বিভাগে বেশি নম্বর পাওয়া ছবি, অভিনয়শিল্পী, কলাকুশলীদের নাম পাঠানো হবে মন্ত্রণালয়ে।
