
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর নগরীতে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ‘ট্রাফিক সেবা সপ্তাহ’ ২০১৯‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন’ এই প্রতিপাদ্য ধারন করে (২৯ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে নগরীরর চান্দনা চৌরাস্তায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সপ্তাহব্যাপী এ সেবার সুচনা করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জিএমপির ট্রাফিক বিভাগের ডিসি কে এম আরিফুল হক বলেন, ট্রাফিক সেবা সপ্তাহ উদযাপন মানে পরিবহনের উপর হয়রানি বৃদ্ধি নয় বরং পরিবহন শ্রমিক, যাত্রী ও জনগনের মধ্যে যাতে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যায় তার প্রচারনা চালনো।
জিএমপি কমিশনার ওআই এম বেলালুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর এক আসনের এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাড. জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্জীব কুমার দেবনাথ। এ সময় বক্তারা জিএমপি ও জিএমপি ট্রাফিক বিভাগের সফলতা কামোনা করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন।
