
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী বাজার এলাকা হতে ৮৪ লিটার ৮০০মিঃ মিঃ চোলাইমদসহ ০২জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব।
আজ বুধবার দুপুরে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যাণ ভবন হোন্ডা রোড এলাকায় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যাণ ভবনের দক্ষিণ পার্শ্বে হোন্ডা রোড এর মেসার্স খাদিজা এন্টারপ্রাইজের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ জুলহাস মিয়া(৩৪), পিতা-মোঃ আব্দুল হক, মাতা-মোসাঃ নুরজাহান বেগম, সাং-টঙ্গী বাজার খালপাড়া, থানা-টঙ্গীপূর্ব, জিএমপি, গাজীপুর, ২। মোঃ মাসুদুর রহমান(৫২), পিতা-মোঃ আব্দুল করিম মোল্লা, মাতা-মৃত খাতুন্নেসা, সাং-দাখিনখান, ৩১ নং ওয়ার্ড, থানা-সদর, জিএমপি, গাজীপুরদ্বয়’কে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের দখল হতে হইতে সর্বমোট ৮৪লিটার ৮০০মিঃ মিঃ দেশীয় তৈরী চোলাইমদ, নগদ ৬২৫/-টাকা এবং ০২টি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর টঙ্গী এলাকাসহ বিভিন্ন স্থানে দেশীয় তৈরী চোলাইমদের অবৈধ ভাবে ব্যবসা করিয়া আসিতেছিল। অবৈধভাবে মাদক দ্রব্য দেশীয় চোলাইমদ তৈরী ও নিজ নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর(১) টেবিল ৩৩(গ) ধারার অপরাধ করিয়াছে।
উদ্বারকৃত আলামত এবং ধৃত আসামীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
