

জাহাঙ্গীর আকন্দ: টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রীগের উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে টঙ্গী সরকারি কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার ইলতুৎ মিশ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাসিবুল আলম, টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুফিয়া বেগম, শিক্ষক পরিষদের সম্পাদক ড. আবুল কালাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাছির, স্থানীয় কাউন্সিলর নাছির মোল্লা, হাজী মোঃ হাসান উদ্দিন, ছাত্রলীগ নেতা তামজিদুল ইসলাম তামিম, শ্রাবন বেপারী অপু প্রমূখ।
