টঙ্গীতে ছাত্রলীগ নেতা সহ ১১জনরে নামে মামলা

0
387
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে গার্মেন্টস শ্রমিক ও কর্মকর্তাকে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতা ও ওয়ার্ড ছাত্রলীগ সভাপতির নামে থানায় মামলা হয়েছে । গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার ওয়ার্ড ছাত্র লীগ সভাপতি জুয়েল হোসেন জয় (৩০) পিতা জহির ও ছাত্রলীগ নেতার মিসকাতুল হক প্রিন্স (২৬) পিতা বজলুল হক প্রধান মিন্টুকে প্রধান করে ১১জনরে নামে মামলা করা হয়েছে।
গত সোমবার তাদের বিরুদ্ধে মামলা করেন বি এস আই এ্যাপারেল লিমিটেড এর সহকারী এডমিন ম্যানেজার সাইফুর রহমান। এই মামলায় কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, গত ৪ র্মাচ বুধবার রাতে ধারালো অস্ত্র লাঠিসোটা নিয়ে কোম্পানির সামনে দাড়িয়ে থাকা গাড়ির ড্রাইভার আবু তাহের (৩৫) ও ড্রাইভার সহকারী মিরাজ (২৪)কে মারধোর করেন এবং কোম্পানির সামনে থাকা ১০-১২টি গাড়ির গ্লাস ভাংচুর করেন। এবং ড্রাইভার ও ড্রাইভারের সহকারীর মোবাইল ও টাকা পয়শা ছিনিয়ে নেয়।
সহকারী এডমিন ম্যানেজার সাইফুর রহমান এর সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা কোম্পানি সিদ্ধান্ত মতে থানায় মামলা করেছি।
এই ব্যাপারে ২নং আসামি ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন জয়ের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেটেদেন এর পর বার বার তাকে কল করা হলে তিনি কলটি রিসিভ করেনি।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি (তদন্ত) জাহিদুল ইলামারে সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক এর পরিচয়ে জানতে চায়।তার বাড়ি কোথায় খোঁজ খবর নেয়। মামলার সম্পর্কে জানাতে চাইলে তিনি বলেন, এই মামলার বিষয় মামলার আইও জানাবে আপনাদের আমি না। আপনি জানেন না আসামি ধরা হয়েছে কিনা ! কি সাংবাদিক হলেন আপনারা জানেন না যে আসামি ধরা হয়েছে কিনা ? কি সব প্রশ্ন করেন এ গুলো ?

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here