
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকার একটি ওয়ার্কশপ থেকে ছাইফুর রহমান (১৫) নামে ওয়ার্কশপের ভাড়াটিয়ার ছেলের মরদেহ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। দুপুর ৩টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ডের মাছিমপুর হারুন মিয়ার ওয়ার্কশপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছাইফুর রহমান (১৫) তিনি রাজধানীর উত্তরার আব্দুল কাইয়ুমের ছোট ছেলে।
এলাকাবাসীরা জানায়, দোকানঘরের মালিক চলতি মাসের ভাড়ার জন্য চাপ দিলে ওয়ার্কশপের মালিক আব্দুল কাইয়ুমের ছোট ছেলে ছাইফুর রহমানকে ওয়ার্কশপে বসিয়ে বাসায় গেলে দোকানঘরের মালিক হারুন মিয়া এসে ছেলেকে দোকানঘরের ভিতরে রেখে তালাবদ্ধ করে রেখে যান। পরে, ভাড়াটিয়া আব্দুল কাইয়ুম ছেলের মৃত অবস্থায় দেখে ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এনিয়ে টঙ্গী পূর্ব থানায় মামলার প্রস্তুতি চলছে।
