টঙ্গীতে ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল

0
14
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ৯ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল হয়েছে। গত মঙ্গলবার রাতে টঙ্গীর শিলমুন থেকে টিএনটি বাজার পর্যন্ত ছাত্র-জনতার উদ্যোগে উদ্যোগ এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ধর্ষককে গ্রেপ্তার ও ফাঁসির দাবি করা হয়।
স্থানীয়রা জানায়, ২৮ ফেব্রুয়ারি টঙ্গীর শিলমুন এলাকায় ৯ বছরের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়। সোমবার(১০মার্চ) এ ঘটনায় মো. রুহুল আমিনকে (৩৫) আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি ধর্ষণ মামলা হয়। মামলার আসামি হলেন- মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার বেতকা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে রুহুল আমিন (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে টঙ্গীর শিলমুন এলকায় সপরিবারে বসবাস করতেন নির্যাতিতা শিশুর বাবা আবুল কালাম। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে তার প্রতিবেশী রুহুল আমিন বাসার ময়লা আবর্জনা পরিষ্কারের কথা বলে কৌশলে শিশুটিকে তার রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সে।
একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে কালক্ষেপণ করে আসামি রুহুল আমিন। পরে স্থানীয় যুবক ইমন রাজের সহযোগীতায় ঘটনার ১০ দিন পর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা আবুল কালাম।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here