
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে নকল ভেজাল রেজিষ্ট্রেশন বিহীন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির বন্ধের দাবিতে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় টঙ্গীর চেরাগ আলী মার্কেট টোকিও টাওয়ারে নকল, ভেজাল, রেজিষ্ট্রেশন বিহীন ও মেয়াদ উদ্দীর্ণ ঔষধ এবং রেজিষ্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে মতবিনিময় ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর ঔষধ প্রশাসনের উপ পরিচালক মো: হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয় ঔষধ অধিদপ্তরের উপ পরিচালক মো: মোজাম্মেল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মরুময় সরকার, গাজীপুর বিসিডিএস সভাপতি হুসনে আজিম কাইজার জিন্না, টঙ্গী উপ শাখা’র বিসিডিএস এর সভাপতি এম এ লতিফ, সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ নাসির উদ্দিন, টঙ্গী উপ শাখার বিসিডিএস’র সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম, টঙ্গী উপ শাখার বিসিডিএস’র সহ সভাপতি আলহাজ্ব শাহাদাৎ হোসেন কাজল, সিদ্দিকুর রহমান,সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, টঙ্গী উপ শাখার বিসিডিএস’র সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, বিকাশ আচার্য্য ও মো: খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম বাবুল, আলহাজ্ব আহসান উল্লাহ, হিরু,নাসির উদ্দিন মাস্টার প্রমুখ।
