টঙ্গীতে পাঠাভ্যাস বৃদ্ধিতে বিশ্ব বই দিবস পালিত

0
20
728×90 Banner

অলিদুর রহমান অলি : আজ ২৩ এপ্রিল। ‘বিশ্ব বই দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘রিড এন্ড এডভেঞ্চেয়ার’ অর্থাৎ ‘পড়ুন এবং বিচিত্র অভিজ্ঞতা অর্জন করুন’। ১৯৯৫ সালের ২৩ এপ্রিল থেকে ইউনেস্কোর উদ্যোগে দিবসটি পালন করা হয়। প্রতিবছর বিশ্বের ১০০টিরও বেশি দেশ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে। ‘বিশ্ব বই দিবস’র মূল উদ্দেশ্য হলো বই পড়া, বই প্রকাশ, বই এর ব্যবহার বৃদ্ধি, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা, ইত্যাদি বিষয়ে ব্যাপক আলাপ আলোচনার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা।
আজ ২৩ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় টঙ্গীর চেরাগ আলী মার্কেট শুচি পাঠচক্র ও পাঠাগারের কাযার্লয়ে যুগান্তর স্বজন সমাবেশ ও শুচি পাঠচক্র ও পাঠাগারের আয়োজনে বিশ্ব বই দিবস পালিত হয়েছে। টঙ্গী স্বজন সমাবেশের সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন টঙ্গী কালচালার সোসাইটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক। কবি আতিক শাহারিয়ার সঞ্চালনায় আলোচনা করেন টঙ্গী সরকারী কলেজের সাংস্কৃতিক শিক্ষক আজিজ টিপু, শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা শাহজাহান শোভন, টি.ডি.এইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ফুয়াদ উদ্দিন সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর প্রচার ও প্রকাশনা সম্পাদক মুসাফির আতিক, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের গণ সংযোগ সম্পাদক অমল কৃষ্ণ রায়, কবি ফাহাদ হাওলাদার, কবি টুটুল বাঙালী প্রমুখ।
স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম রাজিব, সখিনা আক্তার, অহনা জাবীন, খালিদ বিন ওয়ালিদ অয়ন, তানভীর হাসান, রাজন, মেহেদী হাসান, আরিফ, নুসরাত জাহান শুদ্ধি, সাজিন সাইফ।
অনুষ্ঠানের সভাপতি অলিদুর রহমান অলি বলেন, ১৯৯৫ সালে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব বই দিবস’র যাত্রা শুরু হলেও মূল ধারণাটি আসে প্রায় ৪০০ বছর আগে ১৬১৬ সালের ২৩ এপ্রিল। ঐ দিন মারা যান স্পেনের বিখ্যাত কবি ও লেখক মিগেল দে সার্ভান্তেস। ভিন্সেন্ট ক্লাভেল আন্দ্রেস ছিলেন তার ভাবশিষ্য। আধুনিক স্প্যানিশ সাহিত্যের হাতেখড়ি হয় তার সার্ভান্তেসের হাত ধরেই। কিংবদন্তি এই কবির মৃত্যু দিবসকে স্মরণীয় করে রাখতে, আজ থেকে ঠিক ১০০ বছর আগে, ১৯২৩ সালের ২৩ এপ্রিল দিনটিকে ‘গ্রন্থ দিবস’ হিসাবে উদযাপন করেন তাঁরই ভাবশিষ্য জনপ্রিয় স্প্যানিশ কথাসাহিত্যিক ভিসেন্ট ক্লাভেল আন্দ্রেস। শুধু সার্ভান্তেজ নয়, ২৩ এপ্রিল কিংবদন্তি ইংরেজ নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়ারেরও মৃত্যুদিন। পাশাপাশি এপ্রিলের ২৩ তারিখেই জন্মগ্রহণ করেছিলেন কলম্বিয়ান লেখক ম্যানুয়েল মেইয়া এবং স্প্যানিশ পেরুভিয়ান লেখক ইনকা গার্সিলাসু ডেলা ভেগাসহ একাধিক খ্যাতনামা সাহিত্যিক। ঘটনাচক্রে আজকের তারিখেই প্রয়াত হয়েছিলেন ভারতের সুখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ও। এসব বিষয় বিবেচনায় নিয়ে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো স্পেনের এক প্রস্তাব অনুযায়ী ২৩ এপ্রিলকে’ বিশ্ব বই দিবস’ হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক বলেন, ‘বিশ্ব বই দিবস ২০২৫ উপলক্ষে ইউনেস্কোর মহাপরিচালক ড. উড্রে আজুল্যে বিশ্ববাসীর উদ্দেশ্যে বাণী প্রদান করেছেন বিশ্ব বই দিবসের পটভূমি: ১৯৯৫ সালে প্রথমবার ‘বিশ্ব বই দিবস’ পালিত হলেও ২০০১ সালে, বই বিক্রেতা, প্রকাশক এবং বিশ্বের বিভিন্ন দেশের গ্রন্থাগার ও গ্রন্থাগার সমিতির অনুরোধে ‘বই দিবস’ এর সঙ্গে ‘গ্রস্থস্বত্ব’ শব্দটি জুড়ে দেয় ইউনেস্কো। সেইসঙ্গে ঠিক হয় প্রতিবছর বিশ্বের ‘বই রাজধানী’ হিসাবে বেছে নেওয়া হবে একটি করে শহরকে। ২০২৫ সালের জন্যে ‘গ্রন্থ রাজধানী” হিসেবে বেছে নেয়া হয়েছে ব্রাজিল’র রাজধানী রিউডি জেনেরিউ কে। ২০২৪ সালে ‘বই রাজধানী’ ছিল আফ্রিকা মহাদেশের দেশ ঘানা’র রাজধানী ‘আক্রা’।
টঙ্গী সরকারী কলেজের সাংস্কৃতিক শিক্ষক আজিজ টিপু বলেন, প্রতিদিন অত্যন্ত ২০মিনিট সংবাদপত্র পড়ার অভ্যাস যদি প্রতিটি পরিবারের থাকতো তাহলে সে পরিবারের শিশুরা বই পড়ার আনন্দ লাভ করতে উদ্ধুদ্ধ হত। আর প্রতিটি পাঠাগারের অনলাইন শ্রম্নতিরুপ তথা সবাইকে দ্রুত ডিজিটাল পাঠাগার করতে হবে। বিশ^ বইদিবসে এ স্বপ্নটা ছড়িয়ে পড়ুক।
টি.ডি.এইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ফুয়াদ উদ্দিন সরকার বলেন, বই আর মলাটের ভিতরে আবদ্ধ নেই। বিজ্ঞানের অগ্রযাত্রায় বই এখন পড়ার পাশাপাশি শোনারও বিষয় হয়ে গেছে। ই—বুক মানুষের সামনে অবারিত করেছে নতুন দুয়ার। তাই কাগজে ছাপানো বইয়ের ভবিষ্যত নিয়ে অনেকেই শংকিত।
শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা শাহজাহান শোভন বই পাঠের গুরুত্ব তুলে ধরে বলেন আগের দিনে সবার হাতে বই থাকতো আর আজ সবার হাতে মোবাইল থাকে। এমন একটা সময় পাঠাগার নিয়ে কাজ করা খুবই কষ্টকর। টঙ্গীতে টঙ্গী পৌরসভার একটি পৌর পাঠাগার ছিল সেখানে টঙ্গী পাঠক সমাজ নিয়মিত বিষয়ভিত্তিক বই পড়ে জ্ঞান অর্জন করত। কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার পর সেটা কার্যক্রম বন্ধ হয়ে যায়। টঙ্গী পাঠাগার নামে একটি পাঠাগার কার্যক্রম চালু করার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতি দাবি করছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here