
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গীর হিমারদিঘী এলাকায় বাক-প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬জুলাই) রাতে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কিশোরীকে স্বাস্থ পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে জিহাদ হাসান রাফি নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে গাজীপুর জেলার মির্জাপুর এলাকার হান্নান হোসেনের ছেলে বলে জানা গেছে।
কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়, জিহাদ হাসান রাফি টঙ্গীর হিমারদিঘী এলাকার ভাড়া বাসায় থাকতেন। প্রতিবেশী হওয়ায় প্রায়ই সময় তাদের বাসায় আসতো। গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য নির্যাতিতার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। কিন্তু ঘটনার পাঁচ মাস পর কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
