
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে (সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ডস্থ) শাহ সাহেব বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি বি.এম শামীম। এ সময় গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো: তারেক হাসান হৃদয়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আসাদুজ্জামান রাজু, মনিরুজ্জামান মনির, জিএম হাসান, ওমর ফারুক সোহেল, সম্রাট শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বেপারী মো: সোহেল, জিএম হোসেন, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাপ্পি প্রমুখ। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াপাঠ শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
