টঙ্গীতে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শিক্ষার্থীর আগ্নেয়াস্ত্র উদ্ধার

0
32
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে একটি আগ্নেয়াস্ত্র (শটগান) উদ্ধার করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের চার শিক্ষার্থী। আজ সোমবার টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে অস্ত্রটি জমা দেন তাঁরা। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় টঙ্গী রেলব্রিজ এলাকায় কয়েকজন মাদকসেবীর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। শিক্ষার্থীরা হলেন আমজাদ হোসেন (২৮), আশফাক ইসলাম অন্তর (১৮), জুনায়েদ খান রাজি (১৮) ও শাকিল আহমেদ (২৮)।
শিক্ষার্থীরা বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে উদ্ভূত পরিস্থিতির মধ্যে সরকার পতনের পর বিক্ষোভকারীরা থানায় হামলা করে অস্ত্রটি ছিনিয়ে নিয়েছিল। রোববার অস্ত্রটি উদ্ধার করে আজ  থানায় জমা দিয়েছি। আমাদের ধারণা, অস্ত্রটি উত্তরা পূর্ব থানা-পুলিশের। উদ্ধার হওয়া অস্ত্রটি শটগান। আমরা কোনো গুলি উদ্ধার করতে পারিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ছাত্ররা একটি শটগান উদ্ধার করে জমা দিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি পুলিশের বলে ধারণা করা হচ্ছে। এটি আমাদের থানার অস্ত্র নয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here