
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করণ ও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে গাাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ড ব্র্যাক সার্ভিস সেন্টার কার্যালয়ে মায়েদের উৎসাহিতকরণ সভা আজ সোমবার ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী ব্র্যাকের সার্ভিস সেন্টার ম্যানেজার মো: রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মো: আমজাদ হোসেন, টঙ্গী ব্রাঞ্চের মেডিকেল অফিসার ডা. শারমি শাহা, ব্রাক এইচ এন্ড ডিপি কর্মকর্তা কামরুল এনাম, হাসান রেজাউল করিম, এড. কায়সার আহমেদ, দিদারুল ইসলাম, জাহিদুল ইসলাম, মনির খান, শিমুল, আব্দুস সালাম, রেজাউল করিম, বিল্লাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য ১-৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালনের লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। জন্মেও পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত মায়ের দুধই শিশুর একমাত্র খাবার। ব্র্যাক কর্মকর্তারা বিভিন্ন মায়েদের এব্যাপারে পরামর্শ দিতে টঙ্গী ব্র্যাক সার্ভিস সেন্টার নিরলশভাবে কাজ করে যাচ্ছে।
