টঙ্গীতে মোবাইলে ক্যাসিনো খেলা নিয়ে দ্বন্দ্ব: তরুণের আত্মহত্যা

0
73
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ইসরাফিল (২২) নামে এক তরুণ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি,পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন তিনি।
আজ রোববার সকালে টঙ্গীর পূর্ব আরিচপুর আঙ্গুরের টেক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ইসরাফিল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাইন্নাধলা গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, পরিবারের সঙ্গে ওই আঙ্গুরের টেক এলাকায় স্বপনের বাড়ীর ভাড়া বাসায় থাকতো ইসরাফিল। কোনো কাজ করতো না তিনি। তবে মোবাইলে অনলাইনে ক্যাসিনো খেলত। এ নিয়ে পারিবারিকভাবে অশান্তি বিরাজ করছিল। এর জেরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইসরাফিল।
পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার এসআই সৈয়দ বাইজিদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here