
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর পূর্ব থানার পাশঘেঁষে স্কুইব রোড এলাকায় রাস্তার পাশ থেকে মানিক(২০)নামে এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। নিহত মানিক ফেনী জেলার ফরহাদ নগর এলাকার রসুল আহমেদের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ফারুক হোসেন (৩৮) ও আবু তাহের (৩৬)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালের মর্গে প্রেরনরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গী পূর্ব থানার পাশঘেঁষে সড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধ ট্রাক ষ্টান্ডের দুটি ট্রাকের ফাঁকা জায়গায় এক যুবকের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন ও প্রাথমিক তদন্তে এটি সড়ক দূর্ঘটনা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
