

অলিদুর রহমান অলি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্বপদ্রষ্টা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গীর আউচপাড়া মরাপুকুর পাড় এলাকায় এ ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
খেলার উদ্বোধন করেন গাজীপুর মহানগর যুবদলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান। বিশেষ অতিথি পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো. সাইফুল ইসলাম, হাজী শাজাহান, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক সদস্য রমিজ রুবেল, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সাজু খান, সেচ্ছাসেবক দলের নেতা মো. আয়াত খান, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তামজীদ আহম্মেদ, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিম প্রমুখ। এ সময় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো.সুমন বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে এ ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা করি। এবং আগামীর ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। এসব কাজে সব সময় আমার সার্বিক সহযোগীতা থাকবে।
এ সময় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, মাদক ছেড়ে মাঠে আসো , সুখি সুন্দর জীবন গড়ো । মাদক ও সন্ত্রাস নির্মূলে শিশু কিশোরদের মাঝে বিনোদনমূলক এসব খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।খেলাধুলায় শিশুদের মেধা বিকাশ ঘটে। এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সিনিয়র ও জুনিয়র দলের মধ্যে প্রথমে দুই দুই গোলে “ড্র” হয়। পরে ট্রাইবেকারে জুনিয়র দল এক গোলে বিজয়ী হয়। খেলা শেষে রানার্সআপ ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার (ট্রফি) দেওয়া হয়।
