

অলিদুর রহমান অলি: গাজীপুরের টঙ্গীতে গতকাল শনিবার সন্ধ্যায় টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদ আয়োজিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী টঙ্গী শাখা সংসদের সাবেক সভাপতি হাসান উদ্দিন মোল্লার স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ৷ টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য আ স ম জাকারিয়ার সভাপতিত্বে ও টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভনের পরিচালনায় আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী টঙ্গী শাখা সংসদের সভাপতি মাধব আচার্য, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, টঙ্গী কালচারাল সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আজিজ টিপু, সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগর শাখার সভাপতি মনিরুল ইসলাম রাজিব, বৃহত্তর কুমিল্লা সমিতির সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন, ডাঃ নয়ন পাটোয়ারী, অভিনেতা অমল কৃষ্ণ রায়, গাজীপুর জেলা উদীচী শিল্পীগোষ্ঠী অর্থ সম্পাদক নাদিম মোড়ল, সিরাজুল ইসলাম, ফাহাদ হাওলাদার প্রমূখ ৷ কবিতা আবৃত্তি করেন অমল কৃষ্ণ রায়, নাটক ভিক্ষুক সমাচার পরিবেশন করেন চন্দ্রবিন্দু থিয়েটার ৷ নাটকটি রচনা ও নির্দেশনা দেন নাদিম মোড়ল ৷
