
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর কালচারাল সোসাইটির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা, মহান বিজয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি সাইদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা অতিরিক্ত জেলা পরিষদ সার্বিক আবুু নাসার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লাহ, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: লেহাজ উদ্দিন, টঙ্গী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল হুমায়ুন হিমু, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সভাপতি নিজাম উদ্দিন, আউচপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরকার নজরুল ইসলাম বিপ্লব প্রমুখ। নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
