
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিকল্প মডেল হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অন্ষ্ঠুান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদনগরে অবস্থিত বিকল্প মডেল হাইস্কুলে সকাল ১০টার দিকে স্কুল চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন হাইস্কুলের প্রধান শিক্ষক চান মিয়া প্রধান। শিক্ষক মোতালেব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকল্প মডেল হাইস্কুলের উপদেষ্টা সাংবাদিক মনসুর আহম্মেদ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা আগামীদিনের ভবিষ্যত। বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য তোমাদের হাতে।
প্রধান শিক্ষক বলেন, তোমরা অত্যন্ত মনোযোগী হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আশা করি তোমরা কামিয়াবি হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন মাসিক সংবাদ আলোচনার সম্পাদক মোঃ ইউনুছ, সাংবাদিক মোঃ হানিফ হোসেন, মোঃ জাহাঙ্গীর আকন্দ, শেখ রাজীব হাসান, বশির আলম মাল ও মোঃ আল আমিন।
বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কারী ওয়াহিদুজ্জামান। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর বিকল্প মডেল হাইস্কুল থেকে ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
