
ডেইলি গাজীপুর প্রতিবেদক:১ ফেব্রুয়ারি শুক্রবার রাত আনুমানিক ১১-১৫ মিনিটে মধুমিতা রোড রেললাইনের সংলগ্নে কাপুরের জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। দমকল বাহিনী এসে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসির ধারণা, মাদক্তাশক্তরা শীতে তাপ পোহাতে গিয়ে জুটে আগুন দিলে সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তারা আরও জানান, এখানে মাদক্তাশক্তদের বিশাল আড্ডা জমে।
