টঙ্গীর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার গোলাম মোর্শেদের করোনা পজিটিভ

0
401
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ খান পাভেল করোনাভাইরাস পজিটিভ বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মশিউর রহমান।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ খান পাভেল করোনার বিস্তার রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। তার করোনা নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভি হয়েছে। তিনি বিসিএস ৩৩তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি হোম আইসোলেসনে রয়েছেন।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে গোলাম মোর্শেদ খান পাভেল আক্রান্ত হবার আগ পর্যন্ত করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার নির্দেশিত ঘরে থাকা ও সামাজিক দুরত্ব বঝায় রাখার কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিদিন গাজীপুর জেলা ও মহানগর এলাকায় করোনা ভাইরাসের বিস্তার রোধে জন সচেতনতা সৃষ্টি, মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে এবং সামাজিক দুরত্ব বঝায় রাখতে গাজীপুরবাসীকে সচেতন করতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। করোনার বিস্তার রোধে জেলা প্রশাসক গাজীপুর লক ডাউন ঘোষণার পর থেকে একই সাথে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের নির্দেশনা মোতাবেক তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলায় লক ডাউন বাস্তবায়ন ও তদারক কাজে গুরুত্বপূর্ণ ভামিকা পালন করেছেন। ধারণা করা হচ্ছে মাঠ মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হয়ত করোনা আক্রান্ত কারো সংস্পর্শে এসে আক্রান্ত হয়ে থাকতে পারেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মশিউর রহমান বলেন, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ খান পাভেল করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা বাস্ববায়নে নিরলসভাবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে করোনা পজিটিভ হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য আমরা সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। সেই সাথে করোনাভাইরাস মোকাবেলায় সকলে ঘরে থেকে যাতে সরকারকে সহায়তা করেন, সেজন্য গাজীপুরবাসীকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here