
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীস্থ নোয়াখালী জনকল্যাণ পরিষদের এক যুগ পূর্তি উপলক্ষে গত সোমবার টঙ্গী সফিউদ্দিন রোড ইব্রাহিম কনেকটাশন এন্ড ডেভেলপমেন্ট বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী নি¤œ আয়ের মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা, আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জনকল্যাণ পরিষদের সভাপতি মো: ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিব্বিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নাসির উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব হারুন অর রশিদ, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা আক্তার আশা, টঙ্গীস্থ নোয়াখালী জনকল্যান পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার আহম্মেদ, উপদেষ্টা রফিকুল ইসলাম, ওমর ফারুক, নূরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুর রহিম, এনামুল হক, ইঞ্জিনিয়ার এম এম সাগর আহমেদ, আবু তাহের, আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, মাওলানা রিজাওয়ানুল করিম, নূর নবী ভূঁইয়া, শাহআলম খান, প্রচার সম্পাদক মতিউর রহমান জিহাদ প্রমুখ।
উল্লেখ্য, টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ পরিষদের এক যুগ পূর্তি উপলক্ষে নিম্ন আয়ের ৫শ’ গরিব অসহায় রোগীকে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে মেডিসিন, গাইনী ও শিশু চক্ষু চিকিৎসা, দাঁতের চিকিৎসা দেওয়া হয়েছে। বক্তারা বলেন, টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ পরিষদ এলাকার মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থেকে সমাজে কল্যাণমূলক কাজে সর্বদা প্রস্তুত রয়েছে।
