টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে চূড়ান্ত রুমানাদের প্রতিপক্ষ

0
219
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেতে ৮ দলের বাছাইয়ে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। গত বছরের চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচ খেলবে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। ‘এ’ গ্রæপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করেছে আইসিসি।
এই টুর্নামেন্ট খেলতে আগামি ১৫ আগস্ট আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন রুমানারা। ৩১ আগস্ট বাছাইয়ের পর্দা ওঠার আগে ১০ দিন সেখানে ক্যাম্প করবেন তারা। এরপর বাছাই পর্ব খেলতে স্কটল্যান্ডে বাংলাদেশ পা রাখবে ২৫ আগস্ট। ছয় দিন পর তাদের প্রথম ম্যাচ হবে পাপুয়া নিউ গিনির সঙ্গে।
৩১ আগস্ট ডান্ডির ফরফারশায়ার ক্রিকেট ক্লাবে শুরু হবে বাংলাদেশের লড়াই। পরদিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা দ্বিতীয় ম্যাচ খেলবে অ্যারব্রোদের স্পোর্টস ক্লাবে। দুই দিন পর ৩ সেপ্টেম্বর ডান্ডিতে গ্রæপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবেন রুমানারা।
বাছাই শুরুর আগে বাংলাদেশ খেলবে প্রস্তুতি ম্যাচ, ২৯ আগস্ট তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
গতবারের আরেক ফাইনালিস্ট আয়ারল্যান্ড ‘বি’ গ্রæপে পেয়েছে থাইল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট আগামি বছরের মূল পর্বে খেলার টিকিট পাবে। সেমিফাইনাল হবে ৫ ও ৬ সেপ্টেম্বর। শিরোপার লড়াই হবে ৭ সেপ্টেম্বর ডান্ডিতে।
বাছাইয়ে বাংলাদেশের সূচি:
৩১ আগস্ট: বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি
১ সেপ্টেম্বর: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-স্কটল্যান্ড

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here