ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

0
235
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মেধাবী, দুঃস্থ, অসহায় এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ২০১৮ সালের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঠাকুগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ৫০ জন শিক্ষার্থীর মাঝে চেক বিতরণ করা হয়। আর এই অর্থ দেয়া হয় ঠাকুরগাঁও ফাউন্ডেশন এর তহবিল থেকে।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এছাড়াও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
সভা শেষে ঠাকুরগাঁও ফাউন্ডেশনের তহবিল থেকে জেলার ৮ম শ্রেণি হতে এইচএসসি পর্যন্ত মেধাবী, দুঃস্থ, অসহায় এবং অস্বচ্ছল ৫০ জন শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ৭ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here