

ধামরাই (ঢাকা) সংবাদাদাতা: বিভিন্ন পত্রিকায় ধামরাইয়ের কালামপুরে মহাসড়কে বাজার ও চাঁদাবাজি সম্পর্কীত সংবাদ প্রকাশিত হওয়ার পর সোমবার সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুর বাসষ্ট্যান্ডে মহাসড়কের দোকানপাট উচ্ছেদ অভিযান চালায় হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ জানায় তাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হাইওয়ে ওসি মাসুদ খান জানান, অসংখ্য ফিডার রোড, মহাসড়কের পাশ দিয়ে বড়বড় কলকারখানা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠায় মানুষ, দোকানপাট ও যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। আমরা মহাসড়কে শৃঙ্খলা রক্ষা করতে সাধ্যমত চেষ্টা করছি। দোকান পাট উচ্ছেদ করার পরপরই আবার দোকানীরা রাস্তার উপর চলে আসে। এ ব্যাপারে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং সমস্যা সমাধানে এলাকাবাসীর এগিয়ে আসার অনুরোধ জানান।
