

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সফিপুর এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর থানা পুলিশ । মঙ্গলবার (২৩নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অভিযান শুরু করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুর এলাকায় সড়কের দু’পাশে প্রায় শতাধিক অবৈধ দোকানপাট গড়ে উঠে। তবে প্রভাবশালী একটি চাঁদাবাজ চক্র ফুটপাট ও মহাসড়কের কিছু অংশ দখল করে ভাড়া দিয়ে চাঁদা আদায় করত। বিষয়টি প্রসাশনের নজরে এলে মঙ্গলবার সন্ধ্যায় ওই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে। উচ্ছেদে অভিযানের নেতৃত্বদেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আকবর আলী খান। কালিয়াকৈর থানার পুলিশের একদল সদস্য ওই এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় শতাধিক দোকানপাট গুঁড়িয়ে দেয় থানা পুলিশ।
কালিয়াকৈর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, মহাসড়কের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
